Skip to main content

একটি বিল্ডিংনির্মাণের শুরু থেকে শেষ পর্যন্ত কাজের ধাপগুলি জেনে নিন।



একটি বিল্ডিংনির্মাণের শুরু থেকে শেষ পর্যন্ত কাজের ধাপগুলি জেনে নিন
.
আমাদের সমাজ জীবনে সকল কাজ করতে হয় একটি নির্দীষ্ট ক্রম অনুসরন করে ঠিক তেমনি একটি ভবন তৈরির ক্ষেএেও একটি নির্দীষ্ট ক্রম অনুসরন করতে হয়। কখন কোন কাজ শুরু হয় আবার কোন কাজ শেষ হয় আবার কোনো কোনো কাজ এক সাথে সমান্তরালে চলতে থাকে। কখন কোন কাজটি হবে তা নির্ধারণের জন্য একটি নির্মানক্রমের প্রয়োজন হয়। যাকে প্রকৌশলীদের ভাষায়কনস্ট্রাকশন সিকোয়েন্সবলা হয়।কনস্ট্রাকশন সিকোয়েন্সকে দুই ভাগে ভাগ করা হয়। একটি হলোকাঠামোগত বা স্ট্রাকচারাল কাজ”, আর অপরটি হলোসৌন্দর্য বর্ধণ বা ফিনিশিং কাজ একটি ভবনের কাজেরকনস্ট্রাকশন সিকোয়েন্সনিন্মে তুলে ধরা হলোঃ
প্রথম ধাপ : সাইট মোবিলাইজেশন বা সাইটে প্রয়োজনীয় সরঞ্জাম সন্নিবেশ করা ,
দ্বিতীয় ধাপ : ভূমি জরিপ করে ভূগর্ভস্থ মাটি পরীক্ষা করা,
তৃতীয় ধাপ : আর্কিটেকচারাল, স্ট্রাকচারাল, প্লাম্বিং, ইলেকট্রিক্যাল এবং অন্যান্য প্রয়োজনীয় ড্রয়িং তৈরি করা,
চতুর্থ ধাপ : ভবনের প্রয়োজনীয় সকল লে-আউট লেভেল দেয়া,
পঞ্চম ধাপ : প্রয়োজন হলে পাইলিং করা এবং মাটি কাটা,
ষষ্ঠ ধাপ : ভিওির তলদেশে ব্লাইন্ড বা লীন কংক্রীট ঢালাই ইটের সোলিং করা ,
সপ্তম ধাপ : ভিওির ঢালাই দেওয়া,
অষ্টম ধাপ : কলামের রড বাঁধা এবং ঢালাই দেওয়া,
নবম ধাপ : বীম ছাদের রড বাঁধা এবং ঢালাই দেওয়া,
দশম ধাপ : মেঝেতে ইটের প্রয়োজনীয় লে-আউট দেয়া এবং গাঁথুনীর কাজ করা
সৌন্দর্য বর্ধণ বা ফিনিশিং কাজ :

প্রথম ধাপ : দরজায় কাঠের চৌকাঠ লাগানো
দ্বিতীয় ধাপ : সিড়িঁ, বারান্দা জানালার গ্রীল লাগানো
তৃতীয় ধাপ : বাথরূম কিচেন সহ সকল ধরনের স্যানিটারী প্লাম্বিং এর পাইপ ফিটিং করা
চতুর্থ ধাপ : ওয়ালের গ্রুপ লাইন কাঁটা বৈদ্যুতিক সুইচবোর্ডের দেওয়ালের ভিতরের অংশের কাজ শেষ করা
পঞ্চম ধাপ : ভবনের ভিতরের অংশে প্লাষ্টার করা
ষষ্ঠ ধাপ : ভবনের বাইরের অংশে প্লাষ্টার করা
সপ্তম ধাপ : বাথরূমের কিচেনের বেসিন বা সিঙ্ক সহ অন্যান্য প্রয়োজনীয় স্ল্যাব ঢালাই কনসিল অংশ লাগানো
অষ্টম ধাপ : দরজা, জানালা, বারান্দা অন্যান্য অংশের থাই-এ্যালুমিনিয়াম গ্লাস লাগানো
নবম ধাপ : কিচেন বাথরূমের দেওয়ালের টাইলস্ লাগানো
দশম ধাপ : সিলার পুটি সহ সিলিং রং এর ১ম কোট দেয়া
একাদশ ধাপ : ভিতরের বা বাইরের মেঝেতে সিড়িঁতে বা লিফটের দেওয়ালের সকল টাইলস্ বা মার্বেল লাগানো
দ্বাদশ ধাপ : বৈদ্যুতিক ওয়্যারিং করা
এয়োদশ ধাপ : ভবনের বাইরের ভিতরের দেওয়ালে রং এর ১ম কোট দেয়া
চতুর্দশ ধাপ : দরজার বা জানালার পাল্লা ফিটিং করা এবং কাঠের অন্যান্য কাজ সারা
পঞ্চদশ ধাপ : বাথরূম কিচেনের সকল ফিটিংস লাগানো এবং ফিনিশিং করা
ষষ্ঠোদশ ধাপ : বৈদ্যুতিক সুইচ, সকেট,হুক,সিলিং রোজ সার্কিট ব্রেকার লাগানো
সপ্তোদশ ধাপ : টাইলস্ মার্বেলের পয়েন্টিং করা
অষ্টাদশ ধাপ : ছাদের উপরের ফিনিশিং কাজ সুইমিং পুলের টাইলস লাগনো
উনবিংশ ধাপ : পেটেন স্টোন করা বেজমেন্ট বা ছাদের উপর
বিশতম ধাপ : কাঠের বার্নিশ বা পলিশ দেওয়ালের রং এর ফাইনাল কোট করা
একুশ তম ধাপ : বৈদ্যুতিক সকল বাতি ফ্যান লাগানো
বাইশতম ধাপ : সকল ধরনের ফার্নিচার সেট করা।
---------------------------------------------------------------------
আপনাদের জন্য আমাদের ক্ষুদ্র প্রয়াস।
জনসচেতনতায়:-MANGALAM DUTTA CONSTRUCTION::
https://www.facebook.com/tirthankur.dutta
https://mangalam-dutta-construction-rampurhat.ueniweb.com/
https://mangalamduttaconstruction.blogspot.com/
https://mangalam-dutta-construction-building.business.site/
----------------------------------------------------------------------
শেয়ার করে রেখে দেন কাজে আসবে।
🏠 আপনাদের জন্য আমাদের ক্ষুদ্র প্রয়াস।
জনসচেতনতায়:-MANGALAM DUTTA CONSTRUCTION::
Contact:- +917001831268

মনোমুগ্ধকর ডিজাইন  বিল্ডিং এর খুঁটিনাটি বিষয়গুলি সম্বন্ধে নতুন নতুন তথ্য জানতে -

নতুন নতুন তথ্য পেতে আমাদের মূল পেইজে লাইক দিয়ে নিয়মিত সাথেই থাকুন।।
----------------------------------------------------------------------
যারা বাড়ি নির্মান করছেন বা করবেন তাদের জন্য পোস্টটি অনেক গুরুত্বপূর্ণ
পোস্টটি শেয়ার করে রেখে দেন যেকোন সময় কাজে আসবে।

Comments

Popular posts from this blog

ঢালাই কাজের গুরুত্বপূর্ণ কিছু লক্ষণীয় বিষয়-

ঢালাই কাজের গুরুত্বপূর্ণ কিছু লক্ষণীয় বিষয় - ------------------------------------------------------- সাটারিং : ১ . ঢালাই করার পুর্বে দেখতে হবে সাটারিং ঠিক মত করা হয়েছে কিনা এবং পরিস্কার আছে কিনা। ২ . স্টিলের হলে এর তলে তৈল দেয়া আছে কিনা দেখতে হবে। কাঠের হলে এর ভেতরের দিকের দিক সমান আছে কিনা দেখতে হবে। ৩ . ঢালাই করার সময় খেয়াল রাখতে হবে যেন পানি বের না হয়। ৪ . কাঠের সাটার হলে জয়েন্টে পাতলা টিনের ফিতা দিয়ে বন্ধ করে দিতে হবে। এই পাতলা টিনের ফিতাকে লোকাল ভাষায় ময়ুরী বলে। ৫ . স্টিলের শাটার হলে জয়েন্টের মাঝে ফোম বা জুট টেপ দিতে হবে। ৬ . সাটারিং এর সাপোর্ট ঠিক মত দেয়া আছে কিনা তা দেখে নিতে হবে যেন কাজের সময় নড়ে না যায় বা ভেঙে না যায়। ৭ ) স্লাবের সাটারিং ২১ দিন পর ­M¡m¡­a হবে । রড : ---------------- ১ . প্রয়োজনীয় Structural ডিজাইন অনুসারে রড় বিছানো হয়েছে কিনা তা যাচাই করা , ২ . রডের লে - আউট সোজা আছে কিনা তা দেখে নেওয়া , ৩ . রডের পুরুত্ব বা ডায়া ঠিক আছ

building

বর্ষা মৌসুম প্রায় শেষের দিকে । সামনেই আসছে বিল্ডিং নির্মাণের উপযুক্ত সময় । শুকনো মৌসুমে যারা বাড়ির কাজ শুরু করার পরিকল্পনা করছেন আপনারা এখনি জমি বাছাই করে নিতে পারেন । আর জমি বাছাইয়ের ক্ষেত্রে অবশ্যই সমতল জমি নেওয়া ভালো । খুব নিচু জায়গা হলে অতিরিক্ত টাকা খরচ হবে এবং সুয়্যারেজের সমস্যা হতে পারেন । জমি বাছাই হয়ে গেলে পরিকল্পনা মাফিক ডিজাইনের কাজ শুরু করে দিতে পারেন। কারণ ভালো ডিজাইন পেতে ইঞ্জিনিয়ারকে অবশ্যই কিছু দিন সময় দিতে হবে কাজ করার জন্য। আর ডিজাইনের কাজটি অবশ্যই মানসম্মত কো ন ইঞ্জিনিয়ারিং ফার্মের মাধ্যমে করাবেন।   ডিজাইন করানোর সময় লক্ষ্য রাখবেন আপনার ডিজাইনটি যেন একজন আর্কিটেকচার ইঞ্জিনিয়ার আর্কিটেকচারাল কাজটি করে। আর একজন সিভিল ইঞ্জিনিয়ার যেন স্ট্রাকচারাল ডিজাইনের কাজটি করে। তাহলে আপনি মানসম্মত ও মনোমুগ্ধকর ডিজাইন পেতে পারেন। আর্কিটেকচার ইঞ্জিঃ সিভিলের কাজ আর সিভিল ইঞ্জিঃ আর্কিটেকচার কাজ করলে আপনার অযথা লক্ষ লক্ষ টাকা নষ্ট হবে এবং জীবন পড়বে